Country

1 week ago

Kiren Rijiju:যোগ বিশ্বের কাছে ভারতের উপহার : কিরেণ রিজিজু

Kiren Rijiju on Yoga day
Kiren Rijiju on Yoga day

 

নয়াদিল্লি, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগ অনুশীলন করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। শুক্রবার দশম আন্তর্জাতিক যোগ দিবসে দিল্লিতে নানা ধরনের যোগ অনুশীলন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। যোগ অনুশীলন শেষে তিনি বলেন, যোগ বিশ্বের কাছে ভারতের উপহার।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ১০-তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে নানা ধরেনর যোগ অনুশীলন করেছেন। পরে তিনি বলেছেন, দশমতম আন্তর্জাতিক যোগ দিবসে একটি নতুন রেকর্ড তৈরি হচ্ছে, কারণ বিপুল সংখ্যক মানুষ যোগ অনুশীলন করছেন। বিশ্ব যোগকে গ্রহণ করেছে।


You might also like!