Country

3 months ago

IMD forecasts rainfall:উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Thunderstorms are forecast in northwest and central India for the next few days
Thunderstorms are forecast in northwest and central India for the next few days

 

নয়াদিল্লি, ৪ জুলাই : উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে আগামী চার দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, পঞ্জাব এবং পূর্ব রাজস্থানে এই সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর প্রদেশেও এই সপ্তাহে ভারী এবং উত্তরাখণ্ড, অসম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এদিকে, রাজধানী দিল্লির বিভিন্ন জায়গায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এর ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে।

You might also like!