Country

2 months ago

Rain Forecast in Kashmir:এবার স্বস্তি ফিরবে উপত্যকায়, ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জম্মু ও কাশ্মীরে

Rain Forecast in Kashmir
Rain Forecast in Kashmir

 

শ্রীনগর, ৩১ জুলাই : এ বছর উষ্ণ জুলাই মাসের সাক্ষী থেকেছে ভূস্বর্গ। পরিস্থিতি এমনই যে, সেখানে ছোটদের স্কুল বন্ধ করে দিতে হয়েছে। তবে, এবার বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরবে কাশ্মীর উপত্যকায়। ১ থেকে ৭ আগস্ট জম্মু ও কাশ্মীরের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক আবহাওয়া দফতর জানিয়েছে, ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকবে, এই সময়ে কাশ্মীরের কিছু অংশে এবং জম্মু বিভাগের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এই বৃষ্টির হাত ধরে জম্মু ও কাশ্মীরে দুর্যোগের সম্ভাবনাও রয়েছে। আকস্মিক বন্যা, মেঘভাঙা বৃষ্টি, ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, জুলাইয়ে সাধারণত কাশ্মীরের তাপমাত্রা থাকে সর্বনিম্ন ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, প্রায় সারা বছর তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসর নীচে থাকে। কিন্তু, এ বছরের জুলাইয়ে ৩৬ ডিগ্রির গরমে নাজেহাল হতে হয়েছে কাশ্মীরের মানুষজনকে। অনেক দিন বৃষ্টি না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছিল।

You might also like!