Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

1 hour ago

Tejashwi Yadav: মহাজোটের জয় নিয়ে আশাবাদী তেজস্বী, কটাক্ষ আরজেডি-র

Tejashwi Yadav
Tejashwi Yadav

 

পাটনা, ১৪ নভেম্বর : বিহারে মহাজোটের জয় নিয়ে প্রবল আশাবাদী তেজস্বী যাদব। শুক্রবার ভোটগণনার দিন তেজস্বী যাদব দাবি করেছেন, "আমরা জিততে চলেছি। সবাইকে ধন্যবাদ। একটা পরিবর্তন আসতে চলেছে। আমরা সরকার গঠন করছি।" তেজস্বীর এই দাবিকে কটাক্ষ করেছে জেডিইউ।

আরজেডি নেতা তেজস্বী যাদবের বক্তব্য প্রসঙ্গে জেডিইউ নেতা নীরজ কুমার বলেন, "হয়তো তিনি নিজের আসনের কথা বলছিলেন যে, রাঘোপুরে পরিবর্তন আসবে। নীতীশ কুমার একজন সমাজ সংস্কারক; তিনি কেবল একজন রাজনীতিবিদ নন। এনডিএ সরকার গঠন করতে চলেছে এবং এতে জেডিইউর একটি প্রধান ভূমিকা থাকবে।"

উল্লেখ্য, শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। বিহারের ৩৮টি জেলার ৪৬টি গণনা কেন্দ্রে চলছে ভোটগণনা। প্রতিটি গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গণনার প্রাথমিক আভাসে বেশ কিছু আসনে এগিয়ে রয়েছে এনডিএ। ভোটগণনা পর্ব শুরু হওয়ার প্রথম আধ ঘণ্টার মধ্যেই শাসকজোট এগিয়ে রয়েছে সাতটি আসনে। বিরোধী জোট এগিয়ে আছে একটি আসনে।

You might also like!