
পাটনা, ১৪ নভেম্বর : বিহারে মহাজোটের জয় নিয়ে প্রবল আশাবাদী তেজস্বী যাদব। শুক্রবার ভোটগণনার দিন তেজস্বী যাদব দাবি করেছেন, "আমরা জিততে চলেছি। সবাইকে ধন্যবাদ। একটা পরিবর্তন আসতে চলেছে। আমরা সরকার গঠন করছি।" তেজস্বীর এই দাবিকে কটাক্ষ করেছে জেডিইউ।
আরজেডি নেতা তেজস্বী যাদবের বক্তব্য প্রসঙ্গে জেডিইউ নেতা নীরজ কুমার বলেন, "হয়তো তিনি নিজের আসনের কথা বলছিলেন যে, রাঘোপুরে পরিবর্তন আসবে। নীতীশ কুমার একজন সমাজ সংস্কারক; তিনি কেবল একজন রাজনীতিবিদ নন। এনডিএ সরকার গঠন করতে চলেছে এবং এতে জেডিইউর একটি প্রধান ভূমিকা থাকবে।"
উল্লেখ্য, শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। বিহারের ৩৮টি জেলার ৪৬টি গণনা কেন্দ্রে চলছে ভোটগণনা। প্রতিটি গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গণনার প্রাথমিক আভাসে বেশ কিছু আসনে এগিয়ে রয়েছে এনডিএ। ভোটগণনা পর্ব শুরু হওয়ার প্রথম আধ ঘণ্টার মধ্যেই শাসকজোট এগিয়ে রয়েছে সাতটি আসনে। বিরোধী জোট এগিয়ে আছে একটি আসনে।
