Country

5 days ago

weather forecast for delhi :তাপপ্রবাহ থেকে কিছুটা রেহাই, রবিতে দিল্লি-উত্তর ভারতে বৃষ্টির পূর্বাভাস

weather forecast for delhi
weather forecast for delhi

 

নয়াদিল্লি, ২৩ জুন : একটানা তীব্র তাপপ্রবাহ থেকে রেহাই পেতে চলেছে দিল্লি ও উত্তর প্রদেশ-সহ উত্তর ভারতের একাধিক রাজ্য।জানা গেছে, রবিবার দিল্লিতে দিনভর মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, এদিন দিল্লির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৪০ ও ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। যা গত কয়েকদিনের তুলনায় বেশ খানিকটা কম। ৩০ জুন নাগাদ দিল্লিতে বর্ষা প্রবেশ করতে পারে।

পাশাপাশি সোমবার থেকে আগামী ৭ দিন উত্তর প্রদেশের পূর্বাংশ ও উত্তরাখণ্ডে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও আগামী সপ্তাহে উত্তর প্রদেশের পশ্চিমাংশ, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের কয়েকটি এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।


You might also like!