Country

4 weeks ago

Har ghar tiranga : তিরঙ্গা দেশকে ঐক্যবদ্ধ করে : গজেন্দ্র সিং শেখাওয়াত

Gajendra Singh Sekhawat (symbolic picture)
Gajendra Singh Sekhawat (symbolic picture)

 

নয়াদিল্লি, ১৩ আগস্ট : গত ৯ আগস্ট থেকে দেশজুড়ে শুরু হয়েছে 'হর ঘর তিরঙ্গা" যাত্রা, চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। এই তিরঙ্গা যাত্রাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। মঙ্গলবার সকালেই দিল্লির ভারত মন্ডপম থেকে শুরু হয় হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালি। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, তিরঙ্গা দেশকে ঐক্যবদ্ধ করে। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, "তিরঙ্গা আমাদের দেশের গর্ব। তিরঙ্গা সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করে। তিরঙ্গা ভারতের মান ও সম্মানের প্রতীক। আমরা অঙ্গীকার করেছি, সবসময় আমরা দেশের গর্ব বাড়াবো | জেপি নেত্রী মিনাক্ষী লেখি বলেছেন, ,"এটা বিজেপির বিষয় নয়, সবাইকে এক 'তিরঙ্গা'-র অধীনে একত্রিত করাই লক্ষ্য। ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত'-এর রূপকল্প পূরণে 'তিরঙ্গা' হবে অনুপ্রেরণা। আমরা ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করব।

You might also like!