Country

1 month ago

Rain alert in kashmir : অগামী ৩ দিন জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের প্রবল সম্ভাবনা

Rain alert in kashmir (symbolic picture)
Rain alert in kashmir (symbolic picture)

 

শ্রীনগর, ৫ আগস্ট : আগামী ৩-দিন জম্মু ও কাশ্মীরে প্রবল ও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক আবহাওয়া দফতর। এই সময়ে মেঘভাঙা বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগেরও সম্ভাবনা রয়েছে। সোমবার সকালেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্ত। এই পরিস্থিতিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর।

শ্রীনগরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন সমগ্র জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টি প্রত্যাশিত। এর ফলে আকস্মিক বন্যা, মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস, কাঁদামাটির ধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার মতো ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই প্রশাসনকে সতর্ক করা হয়েছে। ৭ আগস্ট পর্যন্ত ভোর ও রাতের দিকে এবং সারাদিনই বর্ষণ চলবে।


You might also like!