Country

1 month ago

Rahul :রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে বীর ভূমিতে শ্রদ্ধাঞ্জলি রাহুলের

Rahul Tributes to Vir Bhoomi on Rajiv Gandhi's Birth Anniversary
Rahul Tributes to Vir Bhoomi on Rajiv Gandhi's Birth Anniversary

 

নয়াদিল্লি, ২০ আগস্ট : মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী। এদিন সকালে তাঁর সমাধিস্থল বীর ভূমিতে গিয়ে শ্রদ্ধা জানান রাজীব-পুত্র রাহুল গান্ধী।

উল্লেখ্য, রাজীব গান্ধীর জন্ম ১৯৪৪ সালের ২০ আগস্ট। রাজীব গান্ধী কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন ১৯৮৪ সালে। মা ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর নেতৃত্ব তুলে দেওয়া হয় রাজীব গান্ধীর উপরে। ওই বছরেই তিনি দেশের নবীনতম প্রধানমন্ত্রী পদে বসেন। ১৯৮৯ সালের ২ ডিসেম্বর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী জনসভায় লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই)–র জঙ্গিরা নৃশংসভাবে হত্যা করে রাজীব গান্ধীকে।

You might also like!