Country

2 months ago

students protest around Maliwal:রাজনীতি নয় দিল্লির কোচিংয়ে পড়ুয়া মৃত্যু নিয়ে, মালিওয়ালকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

students protest around Maliwal
students protest around Maliwal

 

নয়াদিল্লি, ২৮ জুলাই : দিল্লির রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারে শনিবার ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় রবিবারও বিক্ষোভ জারি রয়েছে। কোচিং সেন্টারের বেসমেন্টে কেন লাইব্রেরি রাখা হয়েছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। দিল্লিতে, ভারী বৃষ্টির কারণে রাজেন্দ্রনগরের একটি কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জলে আটকে পড়ে ৩ পড়ুয়ার মৃত্যু হয় শনিবার। বেসমেন্টের ভিতর থেকে বেশ কয়েকজন পড়ুয়াকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

এই ঘটনায় পড়ুয়াদের সঙ্গে কথা বলতে রবিবার সকালে ঘটনাস্থলে আসেন আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল। স্বাতীকে দেখা মাত্রই তাঁরা 'গো ব্যাক' স্লোগান তুলে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, পড়ুয়া মৃত্যুর এই ঘটনা নিয়ে তাঁরা কোনও রাজনীতি করতে দেবেন না।

প্রসঙ্গত, শনিবার টানা বৃষ্টির জেরে রাস্তা উপচে জল দিল্লির ওই কোচিং সেন্টারের বেসমেন্টে ঢুকতে শুরু করে। এ ব্যাপারে পড়ুয়ারা কর্তৃপক্ষর গাফিলতি নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, দিল্লির নিকাশি সমস্যার কথা তো সংস্থার অজানা নয়। তা হলে বেছে বেছে বেসমেন্টে কেন লাইব্রেরি করা হল? আর যদি বা তৈরি করা হল, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি কেন? এ ব্যাপারে সংশ্লিষ্ট কোচিং সেন্টার কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

You might also like!