Country

1 month ago

Haridwar:শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শৈবতীর্থে পুণ্যার্থীদের ভিড়, হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান

Bathing in the Ganges at Haridwar
Bathing in the Ganges at Haridwar

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : শ্রাবণ মাসের সোমবার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে দেশের বিভিন্ন শৈবতীর্থে ঢল নামলো পুণ্যার্থীদের, ভগবান শিবের মাথায় জলাভিষেক করলেন ভক্তরা। ভোরের আলো ফুটতে না ফুটতেই বিপুল সংখ্যক পুণ্যার্থী হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান করেন।

শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে বিশেষ ভস্ম আরতি করা হয়। বিশেষ পূজার্চনা চলে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে। উত্তর প্রদেশের মোরাদাবাদের প্রাচীন শিবগঙ্গা মন্দিরেও পূজার্চনা এবং আচার অনুষ্ঠান করা হয়। অযোধ্যার শ্রী নাগেশ্বর নাথ মন্দিরে ভক্তরা 'জলাভিষেক' করেন এবং ভগবান শিবের পুজো করেন। গোরক্ষপুরের বাবা মুঞ্জেশ্বর নাথ মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের আগমন হয়, যথোচিত ধর্মীয় মর্যাদায় পুজো দেন ভক্তরা।

You might also like!