Country

2 months ago

Center declared 'Constitution Killing Day':২৫ জুন ‘সংবিধান হত্যা দিবস’ ঘোষণা কেন্দ্রের

Center declared 'Constitution Killing Day'
Center declared 'Constitution Killing Day'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ২৫ জুন ১৯৭৫ সাল। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অতীতের সেই কালো অধ্যায় তুলে ধরে বার বার সরব হয়েছে বিজেপি। এবার সেই দিনটি স্মরণ করে নয়া ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।  কেন্দ্রের তরফে ঘোষণা করা হল, ২৫ জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে। শুক্রবার এক্স হ্যান্ডেলে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে গেজেট নোটিফিকেশনের ছবি পোস্ট করে লেখেন, ১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর স্বৈরাচারী মানসিকতার প্রমাণ দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন। লক্ষাধিক মানুষকে বিনা দোষে জেলে ঢোকানো হয়েছিল। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। সেই দিনটিকে মনে রেখে প্রতিবছর ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালন হবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

You might also like!