Country

3 weeks ago

Nari shakti protest : বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক : বাঁশুরি স্বরাজ

Nari shakti protest (symbolic picture)
Nari shakti protest (symbolic picture)

 

নয়াদিল্লি, ১৬ আগস্ট : বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে শুক্রবার দিল্লিতে প্রতিবাদ মিছিল করলো নারী শক্তি ফোরাম। মান্ডি হাউস থেকে যন্তর মন্তর পর্যন্ত এই প্রতিবাদ মিছিল যায়। বিপুল সংখ্যক মানুষ এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানানো হয়।

বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ বলেছেন, "রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই অস্থিতিশীলতার সবচেয়ে বড় শিকার বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘুরা। নারীরা ধর্ষিত হচ্ছেন এবং পুরুষরা নির্যাতনের শিকার হচ্ছেন। আমাদের ধর্মীয় উপাসনালয়গুলিও ভাঙচুর করা হচ্ছে। এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে আমরা বিশ্বকে বলতে চাই, হিন্দু সম্প্রদায় শান্তিপ্রিয়। বিশেষ করে বাংলাদেশি হিন্দু সম্প্রদায় নিজেদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রেখেছে। আমরা বাংলাদেশি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বলতে চাই, আমরা তাঁদের পাশে আছি।

You might also like!