Country

2 hours ago

Himachal Pradesh Floods: ৫৫০-এর বেশি রাস্তা বন্ধ, হিমাচলে বৃষ্টি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত

IMD predicts heavy rains, thunderstorm in Himachal
IMD predicts heavy rains, thunderstorm in Himachal

 

শিমলা, ১৫ সেপ্টেম্বর : হিমাচল প্রদেশে এখনও বন্ধ রয়েছে ৫৫০-টির বেশি রাস্তা। এর মধ্যে রয়েছে তিনটি জাতীয় সড়কও। এমতাবস্থায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত চলবে হিমাচল প্রদেশে। পাহাড়ি এই রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে মোট ৪,৪৮৯.০৫ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং বর্ষার মরশুমে বৃষ্টিতে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২২৯ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যে ১৪০টি ভূমিধস, ৯৭টি হড়পা বান এবং ৪৬টি মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে, যার ফলে রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

You might also like!