Country

4 weeks ago

Egypt :রানির মমিতে হতাশ মিলল তরল সোনার! জানেন কত দাম?

Liquid gold
Liquid gold

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সকলেই জানেন যে, মিশরে মৃত্যুর পর মৃত মানুষকে মমি করে রাখে হয়। এবার সেই মমি থেকেই উদ্ধার হল তরল সোনা। আসলে গবেষকদের হাতে উঠে এসেছে ৫ হাজার বছরের পুরনো বহুমূল্যবান সুরা, যার বিবরণে এই সুরাকে সোনার মতো বহু মূল্যবান হিসেবে উল্লেখ করা হয়েছে।

গবেষকদের অনুমান তৎকালীন সমাজে নিয়ম ছিল সমাধিস্ত করার সময় মৃত ব্যক্তির যাবতীয় জিনিস অন্যান্য প্রয়োজনীয় জিনিস সেখানে দিয়ে দেওয়া হত। যাতে মৃত্যুর পর সেই ব্যক্তির সুরার অভাব না হয়।তেমনই এক্ষেত্রে রানীর মৃত্যুর পর সুরার অভাব না হয় তাই প্রচুর পাত্র ভর্তি করে রেখে দেওয়া হয়েছিল সমাধিতে।

তবে এই সমাধি কার তা নিয়ে অনুমান করছে গবেষকরা। নিশ্চিতভাবে এখনো জানা যায় নি। অনুমানে উঠে আসছে, মিশরের রানী মেরেট-নিথকে অ্যাবিডোসের কথা। প্রায় ৫০০০ বছর আগে তাঁকে সমাধিস্ত করা হয়েছিল। রানী মেরেট-নিথই একমাত্র নারী যাকে রাজকীয় সমাধিস্থলের মধ্যে একটি পৃথক সমাধিতে রাখা হয়েছিল।

এই নিয়ে গবেষকেরা জানিয়েছেন, তিনি সেই যুগের সবচেয়ে শক্তিশালী নারী ছিলেন। এমনকি তিনি মিশরের প্রথম নারী ফারাও হতে পারেন বলে মনে করা হচ্ছে। গবেষকেরা তাঁর সমাধি পরীক্ষা করে বহু নিদর্শন আবিষ্কার করেছেন। সমাধির মধ্যে রাজকীয় জিনিস হিসেবে সুরা মজুত ছিল। এছাড়াও আঙুরের বীজ এবং দামী স্ফটিকও পাওয়া গিয়েছে। তবে পাত্রে মদ জমে গিয়েছিল। এই মদের মূল্য ঠিক কত! তা মিয়েই গবেষণা চালাচ্ছেন গবেষকরা।

You might also like!