Country

8 hours ago

J-K Weather: ভূমিধসে বন্ধ জম্মু-রাজৌরি জাতীয় সড়ক, আটকে পড়ল বহু গাড়ি

Jammu-Rajouri National Highway Closed Due To Landslide
Jammu-Rajouri National Highway Closed Due To Landslide

 

রাজৌরি, ৪ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় টানা বৃষ্টিপাতের জেরে ভূমিধসের ঘটনা ঘটছে। ভূমিধসের কারণেই বৃহস্পতিবার জম্মু-রাজৌরি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আটকে পড়েছে বহু গাড়ি। রাজৌরির ট্রাফিক পুলিশ বোধ রাজ বলেন, "রাস্তা বন্ধ থাকার কারণে, আমরা সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছি। উপর থেকে নির্দেশ পেলে, আমরা সেই অনুযায়ী এখান থেকে যানবাহন ছেড়ে দেব। ঘন ঘন ভূমিধসের কারণে আমরা গতকাল থেকে এই যানবাহনগুলি বন্ধ করে দিয়েছি। জনগণের কাছে আমাদের আবেদন, যতক্ষণ না রাস্তা মেরামত করা হচ্ছে, ততক্ষণ তারা তাদের বাড়ি থেকে বের হওয়া থেকে বিরত থাকুন।"

You might also like!