Country

6 days ago

Om Birla:জনগণের প্রত্যাশা পূরণ করা লোকসভার দায়িত্ব : ওম বিড়লা

Om Birla
Om Birla

 

নয়াদিল্লি, ২৬ জুন : জনগণের প্রত্যাশা পূরণ করা লোকসভার দায়িত্ব। বুধবার অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর এই মন্তব্য করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি বলেছেন, "এই অষ্টাদশ লোকসভা হল বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উদযাপন। অন্যান্য চ্যালেঞ্জ সত্ত্বেও, ৬৪ কোটিরও বেশি ভোটার বিপুল উত্সাহের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সদনের পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকেও কৃতজ্ঞতা জানাই এবং প্রত্যন্ত অঞ্চলে একটি ভোটও নিশ্চিত করার জন্য।"

অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, "প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠিত হয়েছে। গত দশকে দেশবাসীর আশা-আকাঙ্খা অনেকটাই বেড়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করা আমাদের সবার দায়িত্ব।"

জরুরি অবস্থা সম্পর্কে ওম বিড়লা বলেছেন, এই সদন ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্তের তীব্র নিন্দা করে। ১৯৭৫ সালের ২৫ জুন এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরী অবস্থা জারি করেছিলেন এবং বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানের উপর আঘাত হানা হয়।"


You might also like!