Country

2 months ago

INLD and BSP contest election : হরিয়ানায় একসঙ্গে ভোটে লড়বে আইএনএলডি ও বিএসপি, বিজেপিকে তোপ অভয়ের

INLD and BSP (symbolic picture)
INLD and BSP (symbolic picture)

 

চন্ডীগড়, ১১ জুলাই ঃ হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়বে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। আইএনএলডি নেতা অভয় সিং চৌতালা বলেছেন, "এখন সাধারণ মানুষের অনুভূতি হল, বিজেপি যারা এই রাজ্যে ১০ বছর ধরে লুটপাট করছে, তাঁদের ক্ষমতা থেকে সরানো উচিত এবং কংগ্রেস দলকে ক্ষমতা থেকে দূরে রাখা উচিত।" অভয় সিং চৌতালা আরও বলেছেন, "আমরা একটি ফ্রন্ট তৈরি করব, যাতে জনগণের আস্থা বাড়বে এবং আগামী সময়ে এই রাজ্যে একটি জোট সরকার গঠন করা হবে।"

হরিয়ানায় আইএনএলডি পার্টির সঙ্গে জোট গড়ার বিষয়ে, বিএসপি-র জাতীয় সমন্বয়ক আকাশ আনন্দ বলেছেন, "যদি আপনারা গ্রামে যান এবং মানুষের সঙ্গে কথা বলেন, আপনারা বুঝতে পারবেন যে এখানকার মানুষের মধ্যে কতটা ক্ষোভ ও অসন্তোষ রয়েছে, তাঁদের কন্ঠস্বর শোনা যায়নি, তাঁদের জন্য কাজ করা হয়নি, আমরা মনে করি যে জোট সরকার এখানে খুব ভালো ফল দিতে পারবে।

You might also like!