Country

2 months ago

Piyush Goyal:আগামী ৩ বছরে বিশ্ব জিডিপি র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে পৌঁছবে ভারত : পীযূষ গোয়েল

Piyush Goyal
Piyush Goyal

 

নয়াদিল্লি, ৩০ জুলাই : আগামী ৩ বছরে বিশ্ব জিডিপি র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে পৌঁছবে ভারত। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। মঙ্গলবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী গোয়েল বলেছেন, "গত ১০ বছরে ভঙ্গুর অর্থনীতি থেকে বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতিতে চলে গিয়েছে ভারত। আগামী ৩ বছরে প্রধানমন্ত্রী মোদী দেশকে বিশ্ব জিডিপি র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে নিয়ে যাবেন। আমরা সামষ্টিক অর্থনৈতিক মৌলিক বিষয়গুলিকে এতটাই শক্তিশালী করেছি যে, বিশ্ব এখন ভারতকে আশার আলোকবর্তিকা হিসাবে দেখছে, যে ভারত বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দেবে।"

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, "আমি ইউপিএ সরকারের ১০টি বক্তৃতা পড়েছি, একবারও এমএসপি-র জন্য আইনি গ্যারান্টি আনার কথা বলা হয়নি। তাঁরা একবারও দরিদ্রদের বিনামূল্যে বাড়ি, বিনামূল্যে বীমা, বিনামূল্যে খাদ্যশস্য দিয়ে উন্নত করার চেষ্টা করার কথা বলেনি। ইউপিএ সরকারের ১০ বছরে তাঁরা দেশকে প্রায় ৪.৪ শতাংশ বৃদ্ধির হারে নামিয়ে এনেছিল। মুদ্রাস্ফীতি ক্রমবর্ধমান উচ্চতায়, তাঁরা প্রধানমন্ত্রী মোদীর জন্য একটি ভঙ্গুর অর্থনীতি রেখে গিয়েছেন, যাকে বিশ্ব নীচু করে দেখেছে। তাঁরা (কংগ্রেস) দেশের উচ্চ রাজস্ব ঘাটতি, উচ্চ মুদ্রাস্ফীতি, নিম্ন প্রবৃদ্ধি, খুব কম বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে গিয়েছে। ১০ বছরের ইউপিএ ছিল একটি ব্যর্থ পরীক্ষা যা একটি ব্যর্থ শাসন মডেলকে প্রতিফলিত করেছিল এবং একের পর এক অন্য দুর্নীতি ও কেলেঙ্কারি ইউপিএ শাসন থেকে বেরিয়ে এসেছে।"

You might also like!