Country

4 weeks ago

Kiren Rijiju:হর ঘর তিরঙ্গা অভিযান দেশকে শক্তিশালী করার জন্য : কিরেন রিজিজু

Kiren Rijiju
Kiren Rijiju

 

নয়াদিল্লি, ১৩ আগস্ট : "হর ঘর তিরঙ্গা" অভিযানের লক্ষ্য দেশকে শক্তিশালী করা। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, "দেশের প্রতিটি প্রান্তে 'হর ঘর তিরঙ্গা'-র বাতাবরণ তৈরি করে এখন মানুষ এই অভিযানে অংশ নিচ্ছেন। দেশকে জাগিয়ে তোলার জন্য 'হর ঘর তিরঙ্গা' যাত্রা শুরু হয়েছে এবং এটি আন্দোলনে পরিণত হয়েছে... এই আন্দোলন দেশকে শক্তিশালী করার জন্য।"

প্রসঙ্গত, "হর ঘর তিরঙ্গা" অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালির শুভসূচনা করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এদিন সকালে দিল্লির ভারত মন্ডপম থেকে হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালির শুভসূচনা করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাম মনোহর নাইডু, কিরেন রিজিজু ও মনসুখ মান্ডভিয়া। তিরঙ্গা নেড়ে হর ঘর তিরঙ্গা বাইক র‍্যালির শুভসূচনা করেছেন তাঁরা।

You might also like!