Country

2 months ago

Ladakh:লাদাখে গলছে হিমবাহ, চিন্তিত আবহবিদরা

Glaciers are melting in Ladakh, worry meteorologists
Glaciers are melting in Ladakh, worry meteorologists

 

নয়াদিল্লি, ৩১ জুলাই : ক্রমশই গোটা বিশ্বে বাড়ছে তাপমাত্রা। আর এই তাপমাত্রা বৃদ্ধির তালিকায় আছে লাদাখও। জানা গেছে, লাদাখে তাপমাত্রা বৃদ্ধির কারণে গলতে শুরু করেছে হিমবাহ। এই বিষয়ে আইএমডি ডিরেক্টর সোনম লোটাস বলেছেন, তীব্রভাবে তাপমাত্রার বৃদ্ধি, তাও আবার লাদাখে, সত্যিই উদ্বেগের বিষয়। হিমবাহ আমাদের প্রাকৃতিক সম্পদ এবং খুবই মূল্যবান। আমরা এই হিমবাহ থেকে জল পাই। তাপমাত্রা এভাবে বাড়তে থাকতে আরও হিমাবাহ গলতে থাকবে। যা বড়ই উদ্বেগের বিষয়। প্রাকৃতিক বিপর্যয় ঠেকানো কার্যত অসম্ভব। মানুষকে সচেতন হতে হবে।

You might also like!