Country

1 month ago

Jammu & Kashmir:৩৭০ অনুচ্ছেদ অপসারণের পঞ্চম বছর, আঁটোসাঁটো নিরাপত্তা জম্মু ও কাশ্মীরে

Jammu & Kashmir
Jammu & Kashmir

 

শ্রীনগর, ৫ আগস্ট : দেখতে দেখতে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ অপসারণের ৫ বছর হয়ে গেল। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দানকারী ৩৭০ নম্বর ধারা বিলোপ করা হয়। ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর। এমনকি, হারায় রাজ্যের মর্যাদাও। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ— দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়।

সেই ৩৭০ ধারা বিলোপের পঞ্চম বর্ষপূর্তিতে জম্মু ও কাশ্মীরে বাড়ানো হল নিরাপত্তা। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জম্মু ও কাশ্মীরের নানা স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সোমবার ভোররাত থেকেই জম্মু ও কাশ্মীরের আখনুরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। গাড়ি থামিয়ে চলে তল্লাশি। শ্রীনগর-সহ জম্মু ও কাশ্মীরের অন্যত্রও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

You might also like!