Country

1 week ago

Assam: ঈদ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাছাড় পুলিশের সতৰ্কতামূলক পদক্ষেপ

Cautionary action of Cachar police to maintain law and order on the occasion of Eid
Cautionary action of Cachar police to maintain law and order on the occasion of Eid

 

শিলচর (অসম) , ১৭ জুন : সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ইদ-উদ-জোহা উৎসব। সাধারণত প্রত্যেক উৎসব শান্তি ও আনন্দ এবং সমন্বয়ের বার্তা বহন করে থাকে। মানুষের মধ্যে পরস্পর ভ্রাতৃত্বমূলক সম্পর্ককে সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে ধর্মীয় উৎসব অনুষ্ঠানগুলো। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষে মানুষে পরস্পরের মধ্যে প্রীতি ও শুভেচ্ছা বিনিময় পর্বের মাধ্যমে আনন্দমুখর হয়ে ওঠে উৎসবগুলি। কিন্তু দুর্ভাগ্যবশত বিগতদিনে ঈদ-উৎসবকে কেন্দ্ৰ অনেকাংশে হিংসাত্মক ঘটনা ও উদ্বেগজনক পরিবেশ সৃষ্টির ঘটনায় অস্বস্তিকর পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে শিলচরের বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে।

মূলত বিগতদিনের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এবার শিলচরে সুন্দর ও সুষ্ঠুভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে ঈদের প্রাক্কালে শিলচর শহরে পুলিশ প্রশাসন রুটমার্চ করেছে। ইদ-উদ-জোহা উৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে শিলচরে পুলিশ সতর্কতামূলক রুটমার্চ করেছে শহরের বিভিন্ন রাস্তায়।

আগামীকাল সোমবার সারা দেশের সঙ্গে কাছাড় জেলাও ইদ-উদ-জোহা পালন করা হবে। শান্তিপূর্ণভাবে ঈদ সম্পন্ন করতে কাছাড়ের পুলিশ প্রশাসন তৎপর। এ উপলক্ষ্যে রবিবার বিকালে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে এক রুটমার্চ বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন পুলিশ সুপার নোমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার আধিকারিক, আধাসামরিক বাহিনী ও স্পেশাল ফোর্সের জওয়ানরা।

এদিন শিলচর সদর থানা থেকে বের হয় রুটমার্চটি। রুটমার্চ চলাকালীন পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গোটা দেশের সঙ্গে শিলচরেও যেন শান্তিপূর্ণভাবে ইদ-উদ-জোহা পালন করা হয় এই লক্ষ্যে রুটমার্চের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ সুপার বলেন, এই রুটমার্চের উদ্দেশ্য হলো মানুষের মধ্যে যাতে কোনও ধরনের আতঙ্ক সৃষ্টি না হয়। এছাড়া ঈদের দিন বিভিন্ন এলাকায় পুলিশ এবং কমান্ডো বাহিনী টহলদারি করবে বলেও জানান তিনি। বাইক নিয়ে একটি দল টহলে থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো।

You might also like!