Country

3 months ago

Assam:ফুঁসছে ব্রহ্মপুত্র, অসমে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি

Severe flood situation in Assam
Severe flood situation in Assam

 

গুয়াহাটি, ২ জুলাই : অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। নদীর জল উপচে জল ঢুকেছে গ্রামে। জলের তলায় বহু ঘরবাড়ি। এক বুক জলে দাঁড়িয়ে ঘর থেকে জিনিসপত্র উদ্ধার করতে ব্যস্ত গ্রামবাসীরা। ব্রহ্মপুত্রে প্লাবনের কারণে কাজিরাঙা জাতীয় উদ্যানের বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। মৃত্যুর আশঙ্কা বাড়ছে গন্ডার, বুনো মহিষ, হরিণ-সহ বিভিন্ন বন্যপ্রাণীর।

মঙ্গলবার জানা গেছে, বিপদসীমা ছুঁয়ে ফেলেছে বুড়িডিহিং, জিয়া ভরালি, ধানসিড়ি, সুবনসিরি, পুথিমারি, বেকি, গুরুং, সঙ্কোশ-সহ বিভিন্ন নদী। প্রসঙ্গত, সোমবার থেকেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে অসমে। ইতিমধ্যেই বন্যার কারণে ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ক্ষতিগ্রস্ত আড়াই লক্ষের বেশি মানুষ।

You might also like!