Country

1 week ago

Atishi on Indefinite Hunger Strike Over Water Crisis:জলসঙ্কট ইস্যুতে অনির্দিষ্টকালীন অনশনে অতিশী, ট্যাঙ্কার মাফিয়াকে একহাত মনোজের

Atishi on Indefinite Hunger Strike Over Water Crisis
Atishi on Indefinite Hunger Strike Over Water Crisis

 

নয়াদিল্লি, ২১ জুন : তীব্র জলসঙ্কটে ভুগছেন দিল্লিবাসী। ইতিমধ্যেই রাজধানীর জল সমস্যা মেটাতে হরিয়ানাকে প্রতিদিন ১০০ মিলিয়ন গ্যালন জল ছাড়ার অনুরোধ করেছে দিল্লির এএপি সরকার। এবার সেই বিষয়ে হরিয়ানার বিজেপি সরকারের উপর চাপ তৈরির কৌশল নিল এএপি শিবির। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের অনশনে বসলেন মন্ত্রী অতিশী মারলেনা।

তিনি ছাড়াও শুক্রবার অনশন মঞ্চে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল-পত্নী সুনীতা, এএপি নেতা সঞ্জয় সিং-সহ দলের অন্যান্য বিধায়ক। অনশনে বসার আগে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান অতিশী ও অন্যান্যরা। সুনীতা কেজরিওয়াল এদিন বলেন, "কেজরিওয়াল বলেছেন 'আমি যখন টিভিতে দেখি, দিল্লির মানুষ যেভাবে জলের ঘাটতির কারণে ভুগছেন, তা আমাকে কষ্ট দেয়৷ আমি আশা করি অতিশীর 'তপস্যা' সফল হবে এবং দিল্লিবাসী স্বস্তি পাবে৷ আমি সকলের মঙ্গল কামনা করি৷"


You might also like!