Country

2 months ago

Amit shah : উন্নাওতে বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ অমিত শাহর

amit shah  (symbolic picture)
amit shah (symbolic picture)

 

নয়াদিল্লি, ১০ জুলাই ঃ বুধবার উত্তর প্রদেশের উন্নাওতে সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত ১৮। আহত হয়েছেন ১৯ জন। এই সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করে তিনি লেখেন, উত্তর প্রদেশের উন্নাওতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমার মন ভারাক্রান্ত। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের পাশে আছেন স্থানীয় প্রশাসন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

উল্লেখ্য, উত্তর প্রদেশের উন্নাও জেলায় বুধবার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর দুধের ট্যাঙ্কারে ধাক্কা মেরে উল্টে যায় যাত্রীবোঝাই একটি ডাবল ডেকার বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের, এছাড়াও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। বিহার থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল দূরপাল্লার ডাবল ডেকার বাসটি, বুধবার সকাল ৫.১৫ মিনিট নাগাদ উন্নাও জেলার বেহতামুজাওয়ার থানা এলাকায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দূরপাল্লার বাসটি মঙ্গলবার রাতে বিহারের মোতিহারি থেকে ছাড়ে, গন্তব্য ছিল দিল্লি। বুধবার সকালে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময়ই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বেহতামুজাওয়ার থানা এলাকায় এসে একটি দুধের ট্যাঙ্কারে পিছন থেকে এসে ধাক্কা মারে বাসটি। ট্যাঙ্কার এবং বাস, দুটোই উল্টে যায় রাস্তার উপর। উদ্ধারকারী দল বাসের জানলা ভেঙে যাত্রীদের বার করার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


You might also like!