Country

1 week ago

Amarnath Yatra arrangement: অমরনাথ যাত্রা আসন্ন, সার্বিক ব্যবস্থা পর্যালোচনা করলেন এডিজিপি

Amarnath Yatra arrangement (File Picture)
Amarnath Yatra arrangement (File Picture)

 

রামবান, ২১ জুন: আর মাত্র কিছু দিন পরই শুরু হচ্ছে বার্ষিক অমরনাথ যাত্রা। তার আগে শুক্রবার সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করলেন জম্মুর এডিজিপি আনন্দ জৈন। এডিজিপি (জম্মু) আনন্দ জৈন শুক্রবার আসন্ন অমরনাথ যাত্রার ব্যবস্থা পর্যালোচনা করেন। তিনি ৪৪ নম্বর জাতীয় সড়ক বরাবর চান্দেরকোট এবং রামবানের ল্যাঙ্গার স্থানগুলিও পর্যালোচনা করেছেন।

আসন্ন অমরনাথ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিত করার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে তিনি ঊর্ধ্বতিন পুলিশ এবং ট্রাফিক পুলিশ অফিসারদের সঙ্গে একটি বৈঠক করেছেন। এডিজিপি আনন্দ জৈন আরও বলেছেন, "আমরা অমরনাথ যাত্রার ব্যবস্থা পর্যালোচনা করছি। জম্মু ও কাশ্মীর থেকে সেই যাত্রার প্রবাহ যাতে মসৃণ হয় সেজন্য আমরা কাট-অফ সময় বাস্তবায়ন নিশ্চিত করব। নির্মীয়মান সড়কে আরও পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।" উল্লেখ্য, এ বছরের অমরনাথ যাত্রা শুরু হবে আগামী ২৯ জুন, শেষ হবে ১৯ আগস্ট।

You might also like!