kolkata

2 days ago

Kolkata:আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হল কলকাতার বিধাননগরে

International Anti-Drug Day was celebrated in Bidhannagar, Kolkata
International Anti-Drug Day was celebrated in Bidhannagar, Kolkata

 

দীপবালা দাস,বিধাননগর : নেশামুক্ত সমাজ গড়ে তুলতে ২৬ জুন পালিত হল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। কলকাতার বিধাননগরে এ উপলক্ষে এক অনুষ্ঠানে মাদক বিরোধী পদযাত্রায় পা মেলান সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

এদিন ড্রাম বাজিয়ে, মাথায় সাদা টুপি পরে, হাতে পোস্টার নিয়ে পদযাত্রায় বেরিয়েছিলেন যারা সদ্য মাদকদ্রব্য সেবন থেকে মুক্তিলাভ করেছেন সেই সব ছেলে মেয়েরা। অনুষ্ঠানের আয়োজন করেছিল সিইডি ভবানী ভবন নারকোটিক সেল। প্রতিশ্রুতি ফাউন্ডেশন সহ অন্যান্য নেশামুক্তি কেন্দ্রের সদস্যরা পথযাত্রায় অংশগ্রহণ করে। 

নেশা মুক্তি কেন্দ্র প্রতিশ্রুতি ফাউন্ডেশনের সেক্রেটারি সুমন দত্ত জানান, যে তাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল নেশামুক্ত সমাজ গড়ে তোলা আর যারা নেশাগ্রস্ত তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা।তিনি জানান,একসময় তিনি নিজেও একজন নেশাড়ু ছিলেন। পরে মুল স্রোতে ফিরে এসে এই প্রতিষ্ঠান তৈরি করেন বছর ১০ আগে। এখন তাদের চেষ্টা  যারা নেশা করে নিজের বাস্তবতাটাকে হারিয়ে ফেলছে,তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা।তিনি বলেন,তাদের স্লোগান, ‘যে মুখে ডাকবো মা, সেই মুখে মাদক না।’

You might also like!