Country

2 months ago

Sikkim : সিকিমের সিংথামে ধসে চাপা পড়েছে যাত্রীবাহী গাড়ি

A passenger car has collapsed in Sikkim's Singhtham
A passenger car has collapsed in Sikkim's Singhtham

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   রাত থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের পাহাড় এবং সমতল এলাকায়। ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম। গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় ধস নামছে। ধসের শিকার হয়েছে একটি যাত্রীবাহী গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে এক আরোহীর। আহত বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমের সিংথামে একটি যাত্রীবাহী গাড়ি ধসে চাপা পড়ে। গাড়িটি লিঙি থেকে সিংথামের দিকে আসছিল। মাখা সিংবেলের কাছে পাহাড় থেকে হুড়মুড়িয়ে রাস্তার উপরে ধস নামে। সেই সময় বিশাল একটি পাথর গাড়িটির উপর এসে পড়ে। ফলে গাড়ির একাংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা এক মহিলার মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গত কয়েকদিন ধরেই সিকিমের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। আর এই ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে দেশের বাকি অংশের সঙ্গে সিকিমে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। গোটা পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। আলাগড় রোড হয়ে গোস-খান-লাইন দিয়ে বিকল্প যে রাস্তা রয়েছে, মেরামতির কারণে সেটিও বন্ধ। ফলে সমস্যা আরও বেড়েছে। যদিও গ্যাংটক থেকে শিলিগুড়ির যোগাযোগের জন্য তিস্তাবাজার-দার্জিলিং রোড খোলা রয়েছে।


You might also like!