দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রথের রশিতে টান পড়তে হাতে আর মাত্র কয়েক দিন বাকি। চারদিকে উৎসবের আমেজ। প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরীসহ গোটা দেশের নানা প্রান্তে। জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার এই মাহাত্ম্যময় যাত্রা শুধু ধর্মীয় পরব নয়, এটি এক সাংস্কৃতিক উৎসবও বটে। এই বিশেষ দিনে দেবতার আরাধনা যেমন হয়, তেমনই ভোগ নিবেদনেও থাকে বিশেষ আকর্ষণ। বহু ভক্তই এদিন নিজেদের হাতে তৈরি প্রসাদ নিবেদন করে থাকেন ঠাকুরের উদ্দেশে। রথযাত্রার প্রসাদ মানেই অন্যতম আকর্ষণ— জিলিপি ও উখুদা। অনেকেই দোকান থেকে এই প্রসাদ সংগ্রহ করে থাকেন, তবে চাইলে সহজ উপায়ে ঘরেই বানিয়ে নিতে পারেন এই দুটি ঐতিহ্যবাহী প্রসাদ। চলুন জেনে নিই, রথযাত্রার এই পবিত্র দিনে কিভাবে বানাবেন এই দুই রথযাত্রা স্পেশাল মিষ্টি — নিম্নে উল্লেখিত হল রেসিপি।
উপকরণ:
জিলিপি বানানোর জন্য লাগবে- ২-৩ কাপ ময়দা, ইস্ট-২ চামচ, টক দই- ৫ টেবিল চামচ, চিনি- ১- ২ চা চামচ, নিন- স্বাদমতো, তেল- প্রয়োজনমতো, কর্নফ্লাওয়ার- ৪ টেবিল চামচ, জল (ঈষদুষ্ণ)- প্রয়োজন মতো,জিলিপি সুন্দর রঙের করতে তাতে ফুডকালারের বদলে ব্যবহার করতে পারেন এক চিমটে হলুদ।
চিনির রস বানানোর জন্য লাগবে- জল ৩-৪ কাপ, গুড়- ২ কাপ, চিনি-১ কাপ, ঘি- ১-২ টেবিলচামচ, গোলাপজল ১চা চামচ, এলাচ-৩টি, লেবুর রস- ১চা চামচ।
প্রণালী: প্রথমে ময়দা, কর্নফ্লাওয়ার, ইস্ট, চিনি, তেল নুন ও দই একসঙ্গে মিশিয়ে নিয়ে ৩-৪ ঘন্টা রেখে দিন। মিশ্রণটি মজে গেলে তা জিলিপি বানানোর জন্য ব্যবহার করুন।
প্রথমে জিলিপির জন্যও বানিয়ে নিন চিনির রস। প্রথমে একটি পাত্রে জল, গুড়, চিনি ও অন্যান্য উপকরণগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তা ফুটিয়ে নিন। ভালোভাবে ফুটে চিনির রস গাঢ় হয়ে এলে সরিয়ে রেখে দিন।
এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে একটি পাইপিং ব্যাগে জিলিপির মিশ্রণ ভরে জিলিপির আকারে গরম তেলে ওই মিশ্রণ দিয়ে ভেজে নিন। জিলিপি ভাজা হয়ে গেলে তা চিনির রসে ডুবিয়ে কিছুক্ষণ রেখে পরিবেশন করুন আপনার পছন্দের রথযাত্রা স্পেশাল জিলিপি।
জিলিপি ছাড়াও যদি রথে জগন্নাথ দেবের পছন্দের ভোগ বাড়িতে বানিয়ে নিতে চান তাহলে বানাতে পারেন চটজলদি উপায়ে ‘উখুদা’ বা ‘গোপাল বল্লভভোগ’। এই প্রসাদ জগন্নাথদেবের সকালের খাবার। যা পুরীর মন্দিরে সকাল ৮.৩০ নাগাদ নিবেদন করা হয়। জেনে নিন কীভাবে বাড়িতে তৈরি করবেন এই ভোগ।
উপকরণ:
উখুদা বানানোর জন্য লাগবে- ভাজা ধান ৩-৪ কাপ, গুড়- ১ কাপ, জল- প্রয়োজনমতো, ঘি- ১ চা চামচ, শুকনো নারকেল।
প্রনালী: প্রথমে একটি পাত্রে ১ কাপ গুড় ও ৩-৪ টেবিল চামচ জল দিয়ে কম আঁচে গরম করে নিন। ফুটে এলে তা নামিয়ে তাতে কিছুটা জল দিন। এরপর এতে ভাজা ধান, ঘি, শুকনো নারকেল দিয়ে কম আঁচে ভাল করে মিশিয়ে নিন। হয়ে গেলে তা এবার একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে রাখুন। ব্যস তৈরি হয়ে যাবে ‘উখুদা’ বা ‘গোপাল বল্লভভোগ’।