দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিন দুয়েক আগেই এশিয়ার সবচেয়ে ধনীর তকমা পেয়েছিলেন আদানি গোষ্ঠীর কর্নধার গৌতম আদানি। কিন্তু আবার স্বমহিমায় শীর্ষ স্থানে ফিরলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি।
গত সপ্তাহে বিশ্বের ধনীতমদের তালিকায় আদানি ছিলেন ১২ নম্বরে, ঠিক একটি স্থান পেছনে ছিলেন আম্বানি। এর পরই গৌতম আদানির বিরুদ্ধে SEBI-কে একটি আর্থিক তদন্তের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট।
তারপরই ধনীতমদের তালিকায় একটু অদল বদল এল। বর্তমানে মুকেশ আম্বানির স্থায় ১২ নম্বরে। আদানি রয়েছেন ১৪ নম্বরে।প্রসঙ্গত, সম্পত্তির নিরিখে আম্বানিকে ছাপিয়ে যাওয়ার সময়েও দু'জনের সম্পত্তির ব্যবধান ছিল খুব অল্প।