Business

1 year ago

Gold Price Today: দীপাবলির আগে কত হল সোনার দাম?

Gold Price Today (File Picture)
Gold Price Today (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজো শেষ হয়ে গেলেও দীপাবলি আসন্ন, তাই সোনার দাম কোথায় কি বলছে সেটা জেনে রাখা দরকার। তাই জেনে নিন দীপাবলির আগে কি বলছে সোনার দাম? 

শেষ 10 দিনে সোনার দাম হু হু করে বেড়েছে। মহালয়ার আগে সোনার দামের সঙ্গে এখন সোনার দামে অনেকটাই পার্থক্য। 17 অক্টোবর অর্থাৎ তৃতীয়ার দিন কলকাতায় 22 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম ছিল 54950 টাকা। সেই দাম বর্তমানে এসে দাঁড়িয়েছে 56650 টাকা। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, সোনার দাম আরও বাড়তে পারে। 

বাজারে 24 ক্যারেট সোনার দামও কিন্তু চড়া। এদিন 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামে দাম রয়েছে 61800 টাকা। যা কিনা 10 দিন আগে ছিল 59950 টাকা। 25 অক্টোবরও কলকাতায় সোনার দাম বৃদ্ধি পেয়েছে। 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 110 টাকা বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে সোনার।

তবে 24 ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি হয় না। 22 ক্যারেট সোনা দিয়েই তৈরি করা হয় গয়না। 22 ক্যারেট সোনার দামও একাদশীর দিন প্রতি 10 গ্রামে 100 টাকা বেড়েছে, তার আগের দিনও 200 টাকা বৃদ্ধি পেয়েছিল 22 ক্যারেট সোনার দাম।

বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোনায় বিনিয়োগের জন্য এটা ভালো সময়। কারণ আগামী দিনে সোনার দাম আরও বৃদ্ধি পাবে। প্রতি বছরই উৎসবের মরশুমে দেশে সোার চাহিদা বাড়ে। এমন পরিস্থিতিতে সোনার দাম আরও বাড়তে পারে। বাজার সূত্রে খবর, সোনার দাম এক্ষেত্রে 62000 টাকা পর্যন্তও ছুঁতে পারে।

You might also like!