দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আরও একটি সপ্তাহের শুরু হতে চলেছে। আর কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাবে ধনতেরাস, কালীপুজোসহ নানান উৎসব। তাই জেনে রাখা দরকার উৎসবের এই মরসুমে কি বলছে সোনার দাম?
1. কলকাতা - কলকাতায় আজ 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 56,500 টাকা এবং 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 61,640 টাকা।
2. দিল্লি - দিল্লিতে আজ 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 56,650 টাকা ও 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 61,790 টাকা।
3. মুম্বই - মুম্বইতে আজ 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 56,500 টাকা এবং 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 61,640 টাকা।
4. চেন্নাই - চেন্নাইয়ে আজ 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 57,150 টাকা ও 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 62,350 টাকা।
5. বেঙ্গালুরু - বেঙ্গালুরুতে আজ 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 56,500 টাকা এবং 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 61,640 টাকা।
6. হায়দরাবাদ - হায়দরাবাদে আজ 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 56,500 টাকা এবং 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 61,640 টাকা।