Business

9 months ago

Uber AC Bus: কলকাতায় চালু হবে UBER AC BUS! কিন্তু কবে, কোথায়?

UBER Shuttle (File Picture)
UBER Shuttle (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতায় শুরু হয়ে গেল উবার এসি বাস পরিষেবা। আপাতত তিন রুটে পরিষেবা দেবে এই উবার বাস- শাটলগুলো। যার মধ্যে রয়েছে সেক্টর 5-ও। ফলে কলকাতার আইটি হাবে কর্মরত ব্যক্তিদের জন্য এটি দারুণ সুখবর। পাশাপাশি ভাড়াও মোটের উপর সাধ্যের মধ্য়ে হওয়ায় আরামে সফর করতে পারবেন যাত্রীরা। প্রতিদিন লোকাল ট্রেনের ভিড় বা বাসের পাদানিতে ঝুলে যেমন অফিস আসতে হবে না, তেমনই আলাদা ভাবে গুচ্ছের টাকা খরচ করে ক্যাব বুক করারও প্রয়োজন হবে না। এমনকি শহরের গণ্ডি ছাড়িয়ে শহরতলিতেও চালু হয়েছে এই পরিষেবা।

আপাতত তিনটি রুটে উবার এই পরিষেবা চালু করেছে। রাণীকুঠি- নিউটাউন, জোকা- নিউটাউন ও ব্যারাকপুর- সেক্টর ফাইভ রুটে মিলবে এই পরিষেবা। আসা ও যাওয়া উভয় ক্ষেত্রেই এই পরিষেবার সুবিধা নিতে পারবেন সাধারণ মানুষ।

কোন রুটে ভাড়া কত?

উবার শাটল-বাস সার্ভিসের ভাড়া খুব সস্তা যেমন নয়, তেমনই খুব বেশিও নয়। রাণীকুঠি থেকে নিউটাউনের বাস ভাড়া রয়েছে 190 টাকা। রাণীকুঠির ইন্ডিয়ান অয়েল পাম্প থেকে ছেড়ে এই বাস যাবে বাগজোলা ক্যানেল ব্যাঙ্ক রোডে। এই রুট কভার করতে উবার বাসের সময় লাগবে 1 ঘণ্টা থেকে 1 ঘণ্টা 5 মিনিট।

জোকা- নিউটাউন বাস পরিষেবার ক্ষেত্রে উবারের ভাড়া রয়েছে 195 টাকা। জোকার ডায়মন্ড পার্ক বাস স্ট্যান্ড থেকে আলিয়া ইউনিভার্সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে সময় লাগবে 1 ঘণ্টা 10 মিনিট।

সেক্টর ফাইভ- ব্যারাকপুর রুটে উবারের ভাড়া রয়েছে 195 টাকা। উইপ্রোর সামনে থেকে এই বাস ছাড়বে, সেটি ব্যারাকপুরে গিয়ে জার্নি শেষ করবে ট্রাঙ্ক রোডে সিটি লাইফের সামনে। এই রুট কভার করতে বাসের সময় লাগবে প্রায় 1 ঘণ্টা 50 মিনিট। এক্ষেত্রে ভাড়া রাখা হয়েছে 195 টাকা।

You might also like!