দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিনিয়োগের সেরা একটি মাধ্যম হল ফিক্সড ডিপোজিট। একথা অস্বীকার করার জায়গা নেই। এই স্কিমে টাকা বিনিয়োগ করে আপনি খুব সহজে নিশ্চিত ও ভালো রিটার্ন পেতে পারেন। ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমের উপর ব্যাপক সুদের হার বৃদ্ধি করল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB)।
ব্যাঙ্ক এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর মেয়াদে 4.00 শকাংশ থেকে 7.10 শতাংশ সুদের হার অফার করছে। ব্যাঙ্ক এখন গ্রহকদের সর্বোচ্চ 7.10 শতাংশ সুদের হার অফার করছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB)-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ফিক্সড ডিপোজিট (এফডি)-এর নতুন রেট 15 নভেম্বর 2023 তারিখ থেকে কার্যকর হয়েছে৷
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB)-এর ফিক্সড ডিপোজিট রেটঃ
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 7 দিন থেকে 14 দিনের জন্য 4.00 শতাংশ সুদের হার অফার করছে।
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 15 দিন থেকে 29 দিনের জন্য 4.00 শতাংশ সুদের হার অফার করছে।
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 30 দিন থেকে 45 দিনের জন্য 4.25 শতাংশ সুদের হার অফার করছে।
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 61 দিন থেকে 90 দিনের জন্য 4.25 শতাংশ সুদের হার অফার করছে।
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 91 দিন থেকে 120 দিনের জন্য 4.50 শতাংশ সুদের হার অফার করছে।
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 121 দিন থেকে 179 দিনের জন্য 4.50 শতাংশ সুদের হার অফার করছে।
Top Stocks To Buy: সোমবারেই বাজার কাঁপাচ্ছে ফার্মা কোম্পানি! সপ্তাহ জুড়ে দারুণ লাভ দেবে কোন কোন স্টক?
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 180 দিন থেকে 269 দিনের জন্য 4.95 শতাংশ সুদের হার অফার করছে।
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 270 দিন থেকে 1 বছরের জন্য 5.35 শতাংশ সুদের হার অফার করছে।
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 1 বছর থেকে 2 বছরের জন্য 6.80 শতাংশ সুদের হার অফার করছে।
444 দিনের জন্য 7.10 শতাংশ সুদের হার অফার করছে।
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 2 বছর থেকে 3 বছরের জন্য 6.80 শতাংশ সুদের হার অফার করছে।
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এ 3 বছরের বেশি মেয়াদে 6.50 শতাংশ সুদের হার অফার করছে।