Business

11 months ago

Fixed Deposit Rate: FD তে আরও বেশি লাভের আশা দেখাল এই ব্যাঙ্ক!

Fixed Deposit (File Picture)
Fixed Deposit (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিনিয়োগের সেরা একটি মাধ্যম হল ফিক্সড ডিপোজিট।  একথা অস্বীকার করার জায়গা নেই। এই স্কিমে টাকা বিনিয়োগ করে আপনি খুব সহজে নিশ্চিত ও ভালো রিটার্ন পেতে পারেন। ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমের উপর ব্যাপক সুদের হার বৃদ্ধি করল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB)। 

ব্যাঙ্ক এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর মেয়াদে 4.00 শকাংশ থেকে 7.10 শতাংশ সুদের হার অফার করছে। ব্যাঙ্ক এখন গ্রহকদের সর্বোচ্চ 7.10 শতাংশ সুদের হার অফার করছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB)-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ফিক্সড ডিপোজিট (এফডি)-এর নতুন রেট 15 নভেম্বর 2023 তারিখ থেকে কার্যকর হয়েছে৷

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB)-এর ফিক্সড ডিপোজিট রেটঃ

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 7 দিন থেকে 14 দিনের জন্য 4.00 শতাংশ সুদের হার অফার করছে।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 15 দিন থেকে 29 দিনের জন্য 4.00 শতাংশ সুদের হার অফার করছে।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 30 দিন থেকে 45 দিনের জন্য 4.25 শতাংশ সুদের হার অফার করছে।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 61 দিন থেকে 90 দিনের জন্য 4.25 শতাংশ সুদের হার অফার করছে।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 91 দিন থেকে 120 দিনের জন্য 4.50 শতাংশ সুদের হার অফার করছে।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 121 দিন থেকে 179 দিনের জন্য 4.50 শতাংশ সুদের হার অফার করছে।

Top Stocks To Buy: সোমবারেই বাজার কাঁপাচ্ছে ফার্মা কোম্পানি! সপ্তাহ জুড়ে দারুণ লাভ দেবে কোন কোন স্টক?

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 180 দিন থেকে 269 দিনের জন্য 4.95 শতাংশ সুদের হার অফার করছে।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 270 দিন থেকে 1 বছরের জন্য 5.35 শতাংশ সুদের হার অফার করছে।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 1 বছর থেকে 2 বছরের জন্য 6.80 শতাংশ সুদের হার অফার করছে।

444 দিনের জন্য 7.10 শতাংশ সুদের হার অফার করছে।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এর উপর 2 বছর থেকে 3 বছরের জন্য 6.80 শতাংশ সুদের হার অফার করছে।

ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (এফডি)-এ 3 বছরের বেশি মেয়াদে 6.50 শতাংশ সুদের হার অফার করছে।

You might also like!