Business

9 months ago

TCS Hiring: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, বহু নিয়োগ টিসিএসে, আবেদনের শেষ তারিখ কবে জানেন?

TCS Hiring
TCS Hiring

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২৪ এর নিয়োগপ্রক্রিয়া শুরু করে দিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তথ্যপ্রযুক্তি বিভাগ ও বিজনেস আউটসোর্সিং বিভাগে ফ্রেশারস নেওয়ার জন্য জাতীয়স্তরে পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। ২৫০ বিলিয়ন ডলারের এই সংস্থা চলতি আর্থিক বর্ষে লোকসানের মুখে পড়েছে। তাই, ২০২৫ আর্থিক বর্ষের দ্বিতীয়ার্ধের মধ্যে ব্যবসা আরও বাড়িয়ে লভ্যাংশ বৃদ্ধির জন্যই তড়িঘড়ি সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের।

২০২৪ সালের বিটেক, বিই, এমসিএ, এমএসসি এবং এমএস ব্যাচের ফ্রেশারদের আবেদন গ্রহণ করা শুরু করেছে টিসিএস। আবেদন করার শেষ তারিখ আগামী ১০ এপ্রিল। পরীক্ষা হবে ২৬ এপ্রিল।

যদিও, একসঙ্গে ঠিক কতজনকে নিয়োগ করা হবে সেই বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানায়নি টিসিএস। যতক্ষণ না নিয়োগপ্রক্রিয়ায় কৃতকার্য হওয়া প্রার্থীরা অফার লেটার হাতে পাচ্ছেন, ততক্ষণ সেই পরিসংখ্যান নিয়ে ধোঁয়াশা থাকবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

You might also like!