Business

1 year ago

TCS: দ্বিতীয় ত্রৈমাসিকের আয়ের ঘোষণা করল টিসিএস!

TCS (File Picture)
TCS (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা হল টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস। সম্প্রতি তাঁরা এনেছে এক নতুন খবর, লা হয়েছে যে 2023 সালের সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য তার বেশিরভাগ কর্মীদের জন্য TCS 100 শতাংশ ভ্যারিয়েবল পে দিতে চলেছে। 

টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মিলিন্দ লাক্কাদ অর্থবছর 2024-এর দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য 70 শতাংশ কর্মীদের ভ্যারিয়েবল পে 100 শতাংশ করার কথা ঘোষণা করেছে। তিনি যোগ করেন যে বাকি কর্মচারীরা তাদের কাজের ভিত্তিতে এই টাকা পাবেন।

তিনি আরও জানান, "আমাদের 70 শতাংশ কর্মীর জন্য আমরা পরিবর্তনশীল বেতনের 100 শতাংশ দিতে চলেছি এবং বাকি কর্মীদের ব্যবসায়িক ইউনিটের কর্মক্ষমতার উপর ভিত্তি করে বেতন দেওয়া হবে।" 

You might also like!