দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে সারা দেশে হাজার হাজার ট্রেন চালাচ্ছে রেলওয়ে। সেই ট্রেনগুলোর সুরক্ষা থেকে শুরু করে যাত্রীদেরকে যাবতীয় সুবিধা দিতে তৈরি রয়েছে ভারতীয় রেল। এই পরিষেবাকে আরও সহজ করে তুলতে তৎপর হল রেল। সংবাদমাধ্যম সূত্রে খবর, যাত্রীদের দুর্দান্ত সুবিধা দেওয়ার লক্ষ্যে প্রায় ৯০ কোটি টাকা খরচ করে একটি অ্যাপ তৈরি করছে ভারতীয় রেল।
রিপোর্ট অনুযায়ী, এই টিকিট বুকিং থেকে শুরু করে পিএনআর স্ট্যাটাস চেক করা এবং ট্রেনের লাইভ লোকেশন থেকে শুরু করে আরও নানা পরিষেবা পেতে পারবেন যাত্রীরা। অর্থাৎ নতুন এই ইউনিফাইড অ্যাপে অন্য একাধিক অ্যাপের ফিচারগুলোকেই যুক্ত করা হবে। ফলে একাধিক অ্যাপের প্রয়োজন ফুরোতে পারে। পাশাপাশি সূত্রের খবর অনুযায়ী, এই অ্যাপের মাধ্যমে রাজস্ব বাড়ানোরও চেষ্টা করতে পারে রেল।
জানা গিয়েছে, এই অ্যাপটি তৈরি করবে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম বা CRIS এটি আদপে রেলমন্ত্রকের আওতায় থাকা একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। ইকোনমিক টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছে, রেল মদত থেকে শুরু করে ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেমের মতো অ্যাপগুলিতে পাওয়া পরিষেবা একত্রে যুক্ত করে এই নয়া অ্যাপ বানানোর কাজ করছে CRIS তৈরির পর থেকে আগামী 3 বছর এই অ্যাপ পরিচালনা করতে প্রায় 90 কোটি টাকা খরচ হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
এই অ্যাপটি রেলওয়ের সমস্ত সুবিধা পেতে যাত্রীদের অ্যাপ ডাউনলোডের সংখ্যা হ্রাস করবে ও ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতাও প্রদান করবে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার দিকে নজর দিলে অনেক যাত্রাীরই বক্তব্য, রেলের অ্যাপে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে।রিপোর্টে বলা হয়েছে, একাধিক অ্যাপের সঙ্গে আইআরসিটিসি -র তরফে দেওয়া সুবিধাগুলিও এই সুপার অ্যাপে পাওয়া যাবে। যেমন ফ্লাইট টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, ট্রেনে খাবার ডেলিভারি ইত্যাদি। প্রসঙ্গত, রেলের অফিসিয়াল অ্যাপগুলোর লাখ লাখ ডাউনলোড রয়েছে। কিন্তু একটি অ্যাপে সব সুবিধা থাকলে, তা যাত্রীদের আরও সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। যাত্রীরা অনেক সহজে নানা পরিষেবা পেতে সক্ষম হবে।