নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি: দেশের স্বার্থে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা ফের বাড়াল ভারত সরকার। দেশীয় বাজারে স্থিতিশীলতার লক্ষ্যে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, দেশীয় ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজের প্রাপ্যতা নিশ্চিত করতে গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা থাকছে।
খরিফের আগমনে বিলম্ব, রফতানিকৃত পেঁয়াজের পরিমাণ এবং তুরস্ক, মিশর ও ইরানের মতো প্রধান সরবরাহকারীদের দ্বারা আরোপিত বাণিজ্য এবং অ-বাণিজ্য বিধিনিষেধের মতো বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কৃষকদের যাতে কোনও রকম ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে সরকার মূল্য স্থিতিশীলতা ফান্ডের আওতায় ক্রমাগত কৃষকদের কাছ থেকে পেঁয়াজও সংগ্রহ করছে।