Breaking News
 
Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা! Tirumala Tirupati Temple: ধর্মীয় শৃঙ্খলাভঙ্গ নাকি খ্রিস্টধর্মের প্রচার? তিরুপতি মন্দিরের আধিকারিক সাসপেন্ড, উঠছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন! Alia Bhatt: পরিকল্পিতভাবে ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! আলিয়ার কোটি টাকার প্রতারণা কাণ্ডে গ্রেফতার ঘনিষ্ঠ সহকারী SSC Scam: নতুন এসএসসি নিয়োগে আপত্তি, ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিপ্রার্থী একাংশ NRC notice to West Bengal resident: “এনআরসি চাপাতে চাইছে বিজেপি” — দিনহাটায় বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর Shamik Bhattacharya: মুখ্যমন্ত্রী পদে বিজেপির মুখ কে?শমীকের উত্তর ঘুরপাক খেল দলীয় সিদ্ধান্তে!

 

Business

1 year ago

solar Project: বাড়িতেই বিদ্যুৎ তৈরি করে লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করুন, কোটি টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার

solar Project
solar Project

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিকল্প শক্তির চাহিদা ক্রমশই বাড়ছে। এই অবস্থায় কেন্দ্র সরকার দেশের সাধারণ নাগরিকদের পাশে দাঁড়িয়ে নিজের বাড়ির ছাদে সোলার সিস্টেম স্থাপনের জন্য ৭৮০০০ থেকে ১ কোটি পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের জন্য আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্য বিদ্যুৎ পাবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সৌর প্রকল্পে অনুমোদন দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বৃহস্পতিবার বলেছেন, এই প্রকল্পটি প্রধানমন্ত্রীর 'সূর্যঘরঃ বিনামূল্যে বিদ্যুৎ যোজনা'র অন্তর্গত। তাতেই ৭৫.০২১ কোটি টাকা ব্যায়ে ৩০০ পরিবারের কাছে এই প্রকল্পের সুবিধেগুলি পৌঁছে দেওয়া হবে। তিনি বলেছেন, এই প্রকল্পের মাধ্যমে বাড়িতে সৌর শক্তির উৎপাদনকে উৎসাহিত করা হবে। এই প্রকল্পের মাধ্যমে একসঙ্গে ১৭ লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থানেরও সুযোগ করে দেওয়া যাবে।

প্রকল্পের অধীনে যে কোনও বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্টলেশনের জন্য কেন্দ্রীয় আর্থিক সাহায্য প্রদান করা হবে। একটি বিবৃতি জারি করে বলা হয়েছে ২ কিলোওয়াট সিস্টেমের জন্য সিস্টেম খরচের ৬০ শতাংশ দেওয়া হবে। ২-৩ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সিস্টেমগুলির জন্য অতিরিক্ত খরচের ৪০ শতাংশ দেওয়া হবে। CFA ৩ কিলোওয়াট এ সীমাবদ্ধ করা হবে।

বর্তনমান বেঞ্চমার্ক অনুযায়ী এক মূল্য হবে ১ কিলোওয়াট সিস্টেমের জন্য ৩০ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে। সেখানে ২ কিলোওয়াটের জন্য ভর্তুকি দেওয়া হবে ৬০ হাজার টাকা। ৩ কিলোওয়াটের জন্য ভর্তুকি দেওয়া হবে ৭৮ হাজার বা তারও বেশি টাকা। সরকার আরও বলেছেন সংশ্লি্ট পরিবারগুলি বিদ্যুৎ বিল সংরক্ষণ করতে পারেন। পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রির মাধ্যমে অতিরিক্ত টাকা আয় করতেও পারবে। বিবৃতিতে বলা হয়েছে তিন কিলোওয়াট বিদ্যুতের সিস্টেমের মাধ্যমে প্রতি মাসে ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ পাওয়া যাবে। একটি পরিবারের গড়ে ২৫০-৩০০ ইউনিট বিদ্যুৎ লাগে। কোনও কোনও পরিবারের বিদ্যুৎ খরচ আরও কম।

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে একটি ছাদে ৩ কিলোওয়াট প্ল্যান্টের জন্য আনুমানিক ১.৪৫ লক্ষ টাকা খরচ হবে। যারমধ্য়ে সরকার ভর্তুকি হিসেবে দেবে ৭৮ হাজার টাকা। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, একজন ভোক্তা প্রতিমাসে ১.৮৭৫ টাকা খরচ করে বলে যদি ধরে নেওয়া হয় তাহলে ইএমআই দিতে হবে ৬১০ টাকা। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি ১.২৬৫ সাশ্রয় করতে পারবে। কারণ সেই ব্যক্তিকে কেনও বিদ্যুৎ বিল দিতে হবে না। এক কোটি টাকা যারা খরচ করবে তারা মাসে ১৫ হাজার টাকা সঞ্চয় করতে পারবে।


You might also like!