Business

11 months ago

Sensex : ৭৩০০০-এ পৌঁছল সেনসেক্স, খুশির হাওয়া দালাল স্ট্রিটে

Sensex
Sensex

 

মুম্বই, ১৫ জানুয়ারি  : সমস্ত রেকর্ড ভাঙল সেনসেক্স । এই প্রথমবার সেনসেক্স ৭৩ হাজারের গণ্ডি পার করল। লাগামহীন উচ্চতায় পৌঁছেছে নিফটিও । সোমবার বাজার খোলার মুহূর্তেই নিফটি ছিল ২২ হাজার সূচকের উপরে। খুশির হাওয়া দালাল স্ট্রিটে।

নতুন বছরের শুরু থেকেই ভাল হাল শেয়ার বাজারের। নতুন বছরে ১৩০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স সূচক। ৬০০ পয়েন্ট বেড়েছে নিফটি সূচকও। তিনদিন আগেই সেনসেক্সের সূচক ৭২ হাজারের সূচক পার করেছিল। এদিন বাজার খুলতেই সেনসেক্সের সূচক ৭৩,০০০-র গণ্ডি পার করল। সকাল সাড়ে ৯টায় সেনসেক্স পৌঁছয় ৭৩২৩৫.৬০ অঙ্কে। বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ারও বেড়েছে অনেকটাই। উইপ্রো-র শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ, এইচসিএলের শেয়ারও ৪ শতাংশ বেড়েছে। এইচসিএলের নিফটি সূচক ৩.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


You might also like!