Business

8 months ago

Share Market:ট্রেডিংয়ে প্রায় ৩০০ পয়েন্ট লাফাল সেনসেক্স,নিফটি 22500-এর উপরে, Kotak Bank-এর স্টকে লাভ 3%

Share Market
Share Market

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিনের শুরুতে বিপুল উত্থান সেনসেক্সর,স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 0.29 শতাংশ অথবা 214.23 পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয় 74092.38। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় 0.21 শতাংশ অথবা 47.10 পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় 22522.95 -এর স্তরে।

আজ নিফটি মিডক্যাপ 100 এবং নিফটি স্মলক্যাপ 100 -এর সূচক প্রায় 0.37 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এদিন সেক্টরগুলির মধ্যে বেশ কয়েকটি ছিল নিম্নমুখী। আজ নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফার্মা, নিফটি পিএসই, এবং নিফটি কনজিউমার ডিউরবেলসের সূচকে পতন হয়েছিল। এই সূচকগুলি যথাক্রমে 1.14, 0.15, 0.37, এবং 0.75 শতাংশ হ্রাস পেয়েছিল। এদিকে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এগুলি যথাক্রমে 0.12, 0.20, 0.43, 0.02, 0.45, 0.33, 0.72, 0.40, 0.07, 0.54, 0.25, 0.36, 0.16, 0.29, 0.09 এবং 0.20 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছিল। এদিন India VIX -এর সূচক প্রায় 9.71 শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

আজ বাজারের টপ গেনারদের তালিকায় ছিল Rainbow Childrens Medicare, Godrej Properties, Asahi India Glass, Britannia Industries, TVS Holdings, Deepak Nitrite, Blue Dart Express, Kotak Mahindra Bank, Sterling and Wilson Renewable Energy এবং Netweb Technologies India -এর স্টক। এদিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে Power Finance Corporation, REC, Titan Company, Mangalore Refinery And Petrochemicals, Canara Bank, Punjab National Bank, Thermax, Gallantt Ispat, Zen Technologies এবং Bharat Heavy Electricals -এর শেয়ারে।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রভিশনাল তথ্য অনুযায়ী, 3 মে বিদেশি বিনিয়োগকারীরা 2391.98 কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। এদিকে ওই দিন দেশীয় বিনিয়োগকারীরা 690.52 কোটি টাকার শেয়ার কিনেছেন। অন্যদিকে, এদিন অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের মূল্য 28 সেন্ট অথবা 0.3 শতাংশ বৃদ্ধি পেয়ে হয় 83.24 মার্কিন ডলার প্রতি ব্যারেল। WTI Crude ফিউচারের দর 29 সেন্ট অথবা 0.4 শতাংশ বেড়ে পৌঁছয় 78.40 ডলারে।


You might also like!