Business

1 year ago

Sensex Closing Bell: আইটি স্টকের মুনাফায় ভর করে সেনসেক্স বাড়ল 205 পয়েন্ট!

Sensex Closing Bell
Sensex Closing Bell

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ট্রেডিংয়ের দিন বাজার বন্ধের সময়ও তা একইরকম বহাল রইল। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 205.21 পয়েন্ট তথা 0.31 শতাংশ বৃদ্ধি পেয়ে থামল 66795.14-এ। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক Nifty 50 প্রায় 37.80 পয়েন্ট অথবা 0.19 শতাংশ ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় 19749.25-এ।

সকালের ট্রেডে মিডক্যাপ এবং স্মলক্যাপ স্টকের দাম বাড়লেও বিকেলে সূচকগুলিতে পতন লক্ষ্য করা গিয়েছে। নিফটি মিডক্যাপ 100 এবং নিফটি স্মলক্যাপ 100- এর সূচক প্রায় 0.94 শতাংশ পর্যন্ত হ্রাস পায়। আজও বাজারের বৃদ্ধির নেপথ্যে ছিল আইটি স্টকগুলি। এদিন নিফটি আইটি প্রায় 1.06 শতাংশ বৃদ্ধি পায়। এদিকে নিফটি এনার্জি এবং নিফটি প্রাইভেট ব্যাঙ্কের সূচক যথাক্রমে 0.36 ও 0.05 শতাংশ ঊর্ধ্বগামী হয়। তবে বাকি সব সেক্টর আজ ছিল লালে। নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফার্মা, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া এবং নিফটি মেটালের সূচক যথাক্রমে 1.23, 0.26, 0.85, 1.84 এবং 0.83 শতাংশ হ্রাস পায়। এদিকে অনিশ্চয়তার সূচক তথা India VIX প্রায় 3.45 শতাংশ ঊর্ধ্বগতিতে ছিল।

এদিন সেনসেক্সে Infosys Ltd, Asian Paints Ltd, HCL Technologies Ltd, Reliance Industries Ltd, ICICI Bank Ltd, Bajaj Finserv Ltd, Wipro Ltd এবং NTPC Ltd -এর স্টকের দাম সবচেয়ে বেশি বেড়েছিল। অন্যদিকে, বম্বে স্টক এক্সচেঞ্জের মূল সূচকে State Bank of India, Titan Company Ltd, Bajaj Finance Ltd, Sun Pharmaceutical Industries Ltd, Tata Steel Ltd, Tata Motors Ltd এবং UltraTech Cement Ltd -এর শেয়ারের দরে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে।

এ বিষয়ে স্টক ব্রোকিং কোম্পানি Prabhudas Lilladher -এর পক্ষ থেকে বিক্রম কাসাট বলেছেন, "মার্কিন বাজারে গতকাল একটি ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। বিশ্ববাজারে অনুকূল অবস্থান থাকায় দেশের ইকুইটি মার্কেটের বেঞ্চমার্কগুলিও চড়চড় করে বেড়েছে। এই একত্রীকরণের প্রবণতা ফের লক্ষ্য করা যেতে পারে।"

বিশ্লেষকদের একাংশ জানিয়েছেন, আজ আইটি স্টকগুলিতে ক্রয়ের প্রবণতা দেশের ইকুইটি মার্কেটে বুলিস অবস্থান বজায় রাখতে সহায়তা করেছে। তবে এদিন বাজারে বিপুল পরিমাণে প্রফিট বুকিং লক্ষ্য করা গিয়েছে।


You might also like!