Business

1 year ago

Closing Bell:সেনসেক্স কমল 505 পয়েন্ট, নিফটি 19350-এর নীচে

Sensex down 505 points, Nifty below 19350
Sensex down 505 points, Nifty below 19350

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতিটি সেশনেই সর্বকালের উচ্চতার একটি করে নতুন স্তরে পৌঁছেছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মূল সূচক। কিন্তু আজ ধাক্কা খেল এই সূচকের বৃদ্ধি। শুক্রবার সকাল থেকেই লালে ছিল সেনসেক্স এবং নিফটি। বেলা গড়াতে পতনের পরিমাণ আরও বাড়ল। এদিন বাজার বন্ধের সময় BSE Sensex প্রায় 0.77 শতাংশ অথবা 505.19 পয়েন্ট হ্রাস পেয়ে হয় 65280.45। এদিকে NSE Nifty প্রায় 0.85 শতাংশ অথবা 165.50 পয়েন্ট নিম্নগামী হয়ে ছিল 19331.80-এ।

শুক্রবার নিফটি মিডক্যাপ 100 এবং নিফটি স্মলক্যাপ 100-এর সূচক প্রায় 0.81 শতাংশ কমে। অন্যদিকে, তিনটি সেক্টরে বৃদ্ধির হার দেখা গেলেও বাকিগুলিতে পতন লক্ষ্য করা গিয়েছে। এর মধ্যে নিফটি মিডিয়ার সূচক প্রায় 3.91 শতাংশ বৃদ্ধি পায়। অন্যদিকে, নিফটি অটো এবং নিফটি পিএসইউ ব্যাঙ্কের সূচক যথাক্রমে 0.29 এবং 0.98 শতাংশ ঊর্ধ্বগামী হয়। এদিন নিফটি এফএমসিজি, নিফটি রিয়েলটি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা এবং নিফটি কমোডিটিজের সূচকে সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা গিয়েছে। এই সূচকগুলি যথাক্রমে 1.53, 1.18, 1.10, 1.06 এবং 1.04 শতাংশ হ্রাস পায়।

এদিন বাজার বন্ধের সময় Sunteck Realty Ltd, Zee Entertainment Enterprises Ltd, Vivo Collaboration Solutions Ltd, PVR INOX Ltd, DSJ Keep Learning Ltd, Tata Motors এবং Titan -এর স্টকের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। অন্যদিকে, Future Consumer Ltd, Au Small Finance Bank Ltd, Mahindra & Mahindra Financial Services Ltd, Deepak Nitrite Ltd, Dabur India Ltd, Power Grid Corporation, এবং IndusInd Bank -এর স্টকে সবচেয়ে বেশি পতন হয়।

এ বিষয়ে Geojit Financial Services -এর গবেষণা বিভাগের প্রধান বিনোদ নায়ার বলেছেন, "বিশ্ববাজারে বর্তমানে দুর্বল অবস্থান রয়েছে। সেজন্য ডোমেস্টিক মার্কেটেও প্রফিট বুকিং দেখা গিয়েছে। মার্কিন বন্ডের বৃদ্ধির জেরে বিভিন্ন দেশের বাজারে ইকুইটিগুলি হ্রাস পেয়েছে। মার্কিন প্রাইভেট পে রোলের তথ্যে বৃদ্ধির পর উচ্চ সুদের হারের জন্য প্রত্যাশা রয়েছে। বিনিয়োগকারীরা আজ মার্কিন নন ফার্ম পে রোল এবং কর্মসংস্থানের তথ্যের জন্য অপেক্ষা করছেন। এটি জুলাইয়ের বৈঠকের আগে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি কেমন হতে পারে, তা নিয়ে আভাস দেবে।"

You might also like!