দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্কুল শিক্ষার্থীদের জন্য এসবিআইএফ আশা বৃত্তি প্রোগ্রাম ২০২৩ চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআই ফাউন্ডেশনের এডুকেশন ভার্টিক্যাল - ইন্টিগ্রেটেড লার্নিং মিশন (আইএলএম) এর অংশ হিসাবে এই উদ্যোগের লক্ষ্য সারা দেশের নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা।
প্রোগ্রামটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। যোগ্যতার জন্য শিক্ষার্থীদের থাকতে হবে ৭৫ শতাংশ নম্বর। এসবিআইএফ আশা স্কলারশিপের জন্য নির্বাচিত সফল প্রার্থীরা ১০,০ টাকা আর্থিক সহায়তা পাবেন। এই বৃত্তির জন্য
https://www.sbifoundation.in/focus-area-detail/SBIF-Asha-Scholarship অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।