দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোসিটে সুদের হার বাড়ল SBI। ২ কোটির নিচের এফডি-র ক্ষেত্রে প্রযোজ্য হবে নতুন সুদের হার। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, নতুন হার বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ থেকেই কার্যকর হচ্ছে। প্রশ্ন হল, কোন মেয়াদে কত সুদ মিলবে?
এসবিআই সূত্রে জানা গিয়েছে, এক বছর থেকে দুই বছরের কম, দুই বছর থেকে তিন বছরের কম এবং পাঁচ বছর থেকে দশ বছর ছাড়া সব মেয়াদেই সুদের হার বাড়ানো হয়েছে। এর ফলেই উৎসবের মরসুমে হাসি ফুটেছে গ্রাহকদের মুখে।
এসবিআই ৫০ বেসিস পয়েন্ট (bps) হার বাড়িয়েছে সাত থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেকার আমানতে। ফলে এখন এই আমানতগুলি এখন থেকে ৩.৫০ শতাংশ সুদের হার দেবে। পাশাপাশি ব্যাঙ্ক ৪৬ দিন থেকে ১৭০ দিনের জন্য ২৫ bps হার বাড়িয়েছে, এটি ৪.৭৫ শতাংশ সুদের গ্যারান্টি দেবে। ১৮০ দিন থেকে ২১০ দিনের মেয়াদ-সহ মেয়াদি আমানতের ওপর এসবিআই ৫০ bps হার বাড়িয়েছে। এর ফলে ৫.৭৫ শতাংশ সুদ মিলবে৷ এছাড়াও ব্যাঙ্ক ২১১ দিনে ২৫ bps ও ১ বছরের কম মেয়াদে (৬ শতাংশ) হার বাড়িয়েছে। ৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের মধ্যে পরিণত হওয়া এফডিগুলি এখন ২৫ bps বেশি দেবে (৬.৭৫ শতাংশ)৷