দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ শুরু হল ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওরেন্সে। তবে ইতিমধ্যেই বদল হয়েছে আবেদন প্রক্রিয়ার তারিখ। ১৬ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও শুরু হচ্ছে আজ থেকে। ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
সংস্থা জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে আবেদন প্রক্রিয়ার তারিখ বদল করা হয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ৬ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। মোট ৩০০ শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তা পেতে হবে।
২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাসিসট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদন জমা দিতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। কীভাবে আবেদন করবেন জেনে নিন।