দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন চাকুরীজীবীদের আয়ের অন্যতম ভরসা হল পেনশনের টাকা। সেই পেনশনের টাকা দিয়ে ওষুধ থেকে শুরু করে ভ্রমণ, এমনকি সংসারের খরচ সামলান প্রবীণ চাকুরীজীবীরা।
সম্প্রতি প্রবীণ সরকারি পেনশনভোগী উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে । নভেম্বরের মধ্যেই করতে হবে একটি গুরুত্বপূর্ণ কাজ। নাহলে বন্ধ হয়ে যেতে পারে পেনশনের টাকা।
30 নভেম্বরের আগে একটি কাজ অবশ্যই করে ফেলতে হবে পেনশন প্রাপকদের। 60 বছর থেকে 80 বছরের মধ্যে প্রত্যেক পেনশনভোগীকে 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে জীবন শংসাপত্র বা লাইফ সার্টিফিরেট জমা দিতে হয়। এই সার্টিফিকেটের মাধ্যমে নিশ্চিত করা হয় যে, উক্ত ব্যক্তি জীবিত রয়েছে। 80 বছরের কোনও সুপার সিনিয়র পেনশনভোগীকে 1 অক্টোবর থেকে 30 নভেম্বরের মধ্যে এই সার্টিফিকেট জমা দিতে হয়।