দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পেটিএম নিয়ে ফের বড় সিদ্ধান্ত ভারতের শীর্ষ ব্যাঙ্কের। শুক্রবার জানিয়ে দেওয়া হল, ২৯ ফেব্রুয়ারি নয়, পেটিএমের শেষ দিন হবে ১৫ মার্চ। এক নির্দেশে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ওই দিনই পেটিএমের মূল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে পেটিএম গ্রাহকদের দ্রুত ব্যবস্থা নিতেও আবেদন করা হয়েছে।
সম্প্রতি পেটিএমের বিরুদ্ধে লাগাতার আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই সতর্ক করা হয়েছিল পেটিএমকে। অভিযোগ, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকাকে উপেক্ষা করে মেনে অ্যাকাউন্ট খোলা ও লেনদেন করেছিল পেটিএম।
শুধু রিজার্ভ ব্যাঙ্কের ফতোয়া নয়, বর্তমানে পেটিএমের দুর্নীতি নিয়ে পৃথক তদন্ত করছে ইডি। ফেমার আওতায় তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।