Business

9 months ago

Onion Price: কোটি টাকার পেঁয়াজ পচছে গাড়িতেই, বিপদের মুখে দুই বাংলা

Onion rotting in the car, two Bengals are in danger (Symbolic Picture)
Onion rotting in the car, two Bengals are in danger (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়েকশো কোটি টাকার ক্ষতির আশঙ্কায় বৃহত্তম স্থলবন্দর ঘোজাডাঙ্গার ব্যবসায়ীদের মাথায় হাত। গত কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তে আটকে রয়েছে পেঁয়াজ বোঝাই পণ্যবাহী ট্রাক। জানা যাচ্ছে, প্রায় ৩০টি লরিতে ৪৫০টন পেঁয়াজ মজুত রয়েছে। আর বাজারমূল্য কয়েকশো কোটি টাকা। দেশ জুড়ে পেঁয়াজের দাম অগ্নিমূল্য। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে পেঁয়াজের যোগান কমেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম।

বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি হওয়া মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ এবার দিতে রাজি নয় ভারত সরকার, আর তাতেই বিপাকে পড়েছে বাংলাদেশ সরকার।   গত কয়েক মাসে পেঁয়াজের দাম কমাতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র।  পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। পেঁয়াজের রফতানি বন্ধ করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়।  চলতি মাসের ৭ তারিখ থেকে আজও পর্যন্ত আটকে রয়েছে ট্রাকগুলি। ফলে পেঁয়াজ পচে গিয়ে ক্ষতির মুখে পড়তে পারেন দু’দেশের প্রচুর ব্যবসায়ী। ভারতের ব্যবসায়ীরা কিছু পেঁয়াজ ট্রাক থেকে নামিয়ে খোলা বাজারে বিক্রি করার চেষ্টা করছেন। কারণ যত সময় যাবে পচন ততই বাড়বে। এই পেঁয়াজ তাঁরা বাংলাদেশে না পাঠাতে পারলে কয়েকশো কোটি টাকার ক্ষতি হতে পারে। 

যদিও এ বিষয়ে ঘোজাডাঙা আমদানি রফতানি সংস্থার আধিকারিকরা কোনও কিছু জানাতে চাননি।

You might also like!