Business

1 year ago

Nifty: ফের শেয়ার বাজারে নয়া রেকর্ড গড়ল নিফটি

Nifty again set a new record in the stock market (File Picture)
Nifty again set a new record in the stock market (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভারতের শেয়ার বাজারে ফের নয়া রেকর্ড গড়ল নিফটি। সমস্ত রেকর্ড ভেঙে নিফটি ৫০ পৌঁছে গেল সর্বকালের সেরা ১৮ হাজার ৯১৬ পয়েন্টে। পেরিয়ে গেল সর্বকালের সর্বোচ্চ ১৮ হাজার ৮৮৭.৩০-কে। এদিকে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচকও একলাফে ৬৮১.৯৪ পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছে ৬৩ হাজার ৬৫১.৯৪-এ।

বেশি লাভবানদের মধ্যে রয়েছে জেবিএম অটো, সিএমএস ইনফো সিস্টেমস, সুজলন এনার্জি, ইপিএল, ডেল্টা কর্পের মতো সংস্থা। সবচেয়ে বেশি ক্ষতির ধাক্কায় পড়তে হয়েছে মেট্রোপলিস হেলথকেয়ার, সোয়ান এনার্জি, অলোক ইন্ডাস্ট্রিজ, আদানি গ্রিন এনার্জি, রেইন ইন্ডাস্ট্রিজ, এলকন ইঞ্জিনিয়ারিং ও জিন্দাল সাউ।

বুধবার ২৬০.৬১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় ৬৩ হাজার ৫৮৮ পয়েন্টে পৌঁছল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। সেই সময়ই সর্বোচ্চ রেকর্ড থেকে মাত্র ৩০ পয়েন্ট পিছনে থাকতে দেখা গিয়েছিল নিফটিকে। এবার নিফটি (Nifty) গড়ল নয়া নজির। উল্লেখ্য, নিফটি মিডক্যাপ ১০০ ও নিফটি স্মলক্যার ১০০-এ পৌঁছেছে রেকর্ড উচ্চতার কাছাকাছি।

এই পরিস্থিতিতে বিনিয়োগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদিও বর্ষা দেরিতে এসেছে তবু যেহেতু তা যথেষ্ট গতিতে এগোচ্ছে তাই বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদী বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। আর তারই সুফল পাচ্ছে বাজার। আপাতত শেয়ার বাজারের এই ঊর্ধ্বগতি বজায় থাকবে বলেই আশা তাঁদের।

You might also like!